অ্যামাজনের সিইও পদ ছেড়ে দিচ্ছেন বেজোস

  © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছেড়ে দিচ্ছেন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। এ বছরের শেষ নাগাদ সিইও পদ ছেড়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন তিনি।

জেফ বেজোস গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

জেফ বেজোসের পদে আনা হচ্ছে অ্যান্ডি জেসিকে। বর্তমানে তিনি অ্যামাজনের ক্লাউড ব্যবসার প্রধান হিসেবে রয়েছেন।

বেজোস বিবৃতিতে বলেছেন, ‘উদ্ভাবনের কারণেই অ্যামাজন আজকের অবস্থানে পৌঁছেছে। আমাদের আর্থিক ফলাফলের দিকে যদি তাকান, তাহলে যা দেখছেন, তা আসলে দীর্ঘ সময়ের উদ্ভাবনমূলক কাজের সামগ্রিক ফলাফল।’

নতুন দায়িত্ব নিয়ে কোন কোন ক্ষেত্রে মনোযোগ দেবেন, তা-ও জানিয়েছেন জেফ বেজোস। অ্যামাজনের ওয়েবসাইটে কর্মীদের উদ্দেশে বেজোস বলেছেন, নির্বাহী চেয়ারম্যান হিসেবে তিনি অ্যামাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকবেন। তবে এর পাশাপাশি বেজোস ডে ওয়ান ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন দিকে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

তবে বেজোস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রধান নির্বাহী কর্মকর্তার পদ ছাড়লেও এখনই অবসরের চিন্তা তাঁর মাথায় নেই।


সর্বশেষ সংবাদ